পাটোখালী সন্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়

ডাকঘর- গাংনী, মাগুরা সদর, মাগুরা।

মোঃ কবীর হোসেন
সভাপতি
মোঃ আবু নাসের মজনু
প্রধান শিক্ষক

বিদ্যালয় পরিচিতিঃ

পাটোখালী সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি ১৯৭৬ খ্রিস্টাব্দের ১ জানুয়ারী মাগুরা জেলার সদর উপজেলাধীন ১২ নং কুচিয়ামোড়া ইউনিয়নের ফটকী, বুরোল ও নবগঙ্গা বিধৌত অবহেলিত সমতল জনপদের পাটোখালী ( অক্ষাংশ উত্তর ২৩ ১৯’ ২৫” এবং দ্রাঘিমাংশ পূর্ব ৮৯ ২৭’ ৪৫” ) গ্রামে কতিপয় শিক্ষানুরাগী গুণীজনের আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠা লাভ করে। শিক্ষা ও যোগাযোগে বিশেষ করে নারী শিক্ষায় এতদাঞ্চল তখন চরম ভাবে অবহেলিত ছিল। অজ্ঞতার নিকষকালো অন্ধকার দূরীভূত করে নারী শিক্ষার সম্প্রসারণের মহান প্রয়াসে কুচিয়ামোড়া ইউনিয়নের সাবেক চেয়াম্যান মরহুম মোঃ নাজিম উদ্দিন মাষ্টার (গাংনী), মরহুম এজাহার জমাদার (পাটোখালী), বাবু নীরদ চন্দ্র বিশ্বাস ( দক্ষিন শিমুলিয়া), মরহুম শহীদুল্লা জমাদার (পাটোখালী), মরহুম কাজী নূরোল আলম(গাংনী), মুন্সী মনোয়ার হোসেন প্রমুখ বিদ্যালয়টি প্রতিষ্ঠায় অবদান রাখেন।

বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা সভাপতি ও পরবর্তীতে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকারী মরহুম মৌলানা মোঃ আবু জাফর জমাদার ছিলেন এতদাঞ্চলে নারী শিক্ষার অগ্রদূত। তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। বিদ্যালয়টির প্রথম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের দাতা সদস্য হাসান একরামুল কবীর। নারী শিক্ষার বিস্তার এবং খেলাধুলায় বিদ্যালয়টি সুদীর্ঘ কাল ধরে অগ্রনী ভূমিকা পালন করে চলেছে। পাটোখালী সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বর্তমান সভাপতি মোঃ কবীর হোসেন তাপস এবং প্রধান শিক্ষক মোঃ আবু নাসের মজনু